
সম্প্রতি প্রকাশিত একটি গবেষণায় এমন আশঙ্কার কথা বলা হয়েছে।
নিউজিল্যান্ড থেকে প্রকাশিত ‘ক্লিনিক্যাল অ্যান্ড এক্সপেরিমেন্টাল এলার্জি’ নামক একটি জার্নাল ১৫০০ শিশুর ওপর গবেষণা করে এমনটি জানিয়েছে।
ওতাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক জুলিয়ান ক্রেন বলেন, ১৫ মাসের কম বয়সী যে সব শিশু প্যারাসিটামল খায়, তারা ছয় বছর বয়সেই অ্যাজমার লক্ষণসমূহ ধারণ করে। যারা প্যারাসিটামল খায় না তাদের তুলনায় এই সম্ভাবনা দ্বিগুণ বেশি।
তিনি বলেন, আমরা জানি না এটি কেন হয়। এ ব্যাপারে আমাদের আরো পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে।
ক্রেন বাবা-মাদেরকে শিশুদের জ্বর নিয়ন্ত্রণের জন্য প্যারাসিটামলের বিকল্প খোঁজার পরামর্শ দিয়েছেন।
এদিকে যুক্তরাজ্যের আরেক গবেষক ড. ইলেইন ভিকারস বলেন, বাচ্চাদের প্যারাসিটামল খাওয়ার কারণে অ্যাজমা রোগের আশঙ্কা বেড়ে যায় বলে বিশ্বের বিভিন্ন গবেষণায় বলা হয়েছে। যদিও এই সিদ্ধান্তটি এখনো প্রতিষ্ঠিত হয়নি।
ليست هناك تعليقات:
إرسال تعليق