الأحد، 26 ديسمبر 2010

হয়ে উঠুন শিশুর কাছে অনুকরণীয়

একজন মা হিসেবে আপনি আপনার শিশুর জন্য কতটা প্রয়োজনীয়, তা নিশ্চয়ই বলে বোঝানো যাবে না। নিজের জীবনের চেয়েও প্রিয় যে সন্তান, সে তো আপনারই অংশ। শিশু স্কুলে যাচ্ছে খুব ভালো কথা। সে একটু একটু করে এগিয়ে যাবে। কিন্তু আপনার কাছ থেকে শিশু যেন দূরে সরে না যায় সেদিকে সজাগ দৃষ্টি রাখছেন তো।


শিশুর সঙ্গে আপনার বন্ধন যেন সব সময় অটুট থাকে, সেজন্য তার সঙ্গে আরো আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন। পরিবারের সবার সঙ্গে মিলে মিশে থাকা, সব কিছু ছোট ভাই বোন এবং অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার অভ্যাস গড়ে তুলুন । আপনি অনেক ব্যস্ত থাকেন, তাই চেষ্টা করুন যতটুকু সময় পান শিশুকে সঙ্গে রাখার।


এর সঙ্গে রইল আরও কিছু পরামর্শ, দেখুন কাজে লাগানো যায় কিনা :
■ চেষ্টা করুন সবাই একসঙ্গে খেতে।
■ বাজারে যাওয়ার সময়ও নিয়ে যেতে পারেন শিশুকে।
■ রান্নার সময় ডেকে নিন মাঝে মাঝে, সে বুঝতে শিখবে মা তাদের জন্য কত কষ্ট করেন।
■ সব কাজকে সম্মান করতে শেখান।
■ আপনার আর্থিক অবস্থা যেমনই থাক, তাকে স্বাবলম্বী করে গড়ে তুলুন। যেন নিজের ছোট কাজগুলো সে নিজেই করে নেয়।
■ ভালো কাজে পুরস্কৃত করুন।
■ ভুল করলে বুঝিয়ে দিন ।
■ একসঙ্গে টিভি দেখুন, কম্পিউটারে গেমস খেলুন।
■ পরিবারের সবাই মিলে কয়েক দিন পরপর বাইরে কোথাও ঘুরতে যান।


সব থেকে বড় কথা বাচ্চার সামনে আপনি এমন কিছু করতে পারবেন না, যাতে করে ছোট শিশুটির মনে প্রশ্ন জাগে।

ليست هناك تعليقات:

إرسال تعليق