الأحد، 26 ديسمبر 2010

চোখের ভাইরাসজনিত ইনফেকশন : কারণ ও প্রতিকার

সাধারনত বছরের এই সময়টায় চোখের ভাইরাসজনিত ইনফেকশন বা প্রচলিত কথায় ‘চোখ ওঠা’ বা চোখ লাল হওয়া যাওয়া রোগের প্রাদুর্ভাব বেশি পরিলক্ষিত হয়। বিশেষ করে বছরের এই সময়ে প্রচন্ড ভ্যাপসা গরম এবং বাজে আবহাওয়ায় বিধ্যমান থাকায় এই রোগের প্রাদুর্ভাব অত্যন্ত বেশি হয়ে থাকে। চোখ লাল হওয়া একটি উপসর্গ মাত্র। বিভিন্ন কারণে চোখ লাল হতে পারে। যেমন-জীবাণু দ্বারা আক্রান্ত হলে, এডিনো ভাইরাসজনিত কারণে, হারপেস সিমপ্লেক্স ভাইরাসজনিত কারণে, স্কেলেরার ইনফেকশনজনিত কারণে, ইউভিয়াল টিস্যু ইনফেকশনজনিত কারণ ইত্যাদি।



চোখ উঠা রোগের লক্ষনসূমহঃ
* চোখ লাল হয়ে যাওয়া।
* চোখের চারপাশের ত্বকগুলো ফুলে ওঠে।
* চোখে চুলকানির মতো হয়।
* চোখে জ্বলা-পোড়া করতে থাকে এবং চোখ হতে পানি পড়তে থাকে।
* এতে চোখ খচখচ করে।
* রোদে বা আলোতে তাকাতে কষ্ট হওয়া।
* চোখের ভেতর কিছু ঢুকেছে বলে মনে হওয়া।
* চোখ থেকে পুঁজের মতো ঘন পদার্থ নিসৃত হয় এবং সকালে ঘুম থেকে ওঠার পর চোখের পাপড়িগুলো শক্ত এবং জড়সড় হয়ে ওঠে।
* মাঝে মধ্যে চোখের পাতা যুক্ত হয়ে যাওয়া।


সাবধানতা এবং প্রাথমিক করনীয়-
* ধুলাবালি, আগুন-আলো-রোদে কম যাওয়া।
* আক্রান্ত চোখের চুলকানি থেকে নিস্কৃতি পেতে একটা ভেজা, ঠাণ্ডা পরিস্কার কাপড় দিয়ে চোখটি পরিস্কার করুণ।
* ময়লা-আবর্জনাযুক্ত স্যাঁতসেঁতে জায়গায় না যাওয়া,
* পুকুর বা নদী-নালায় গোসল না করা।
* চোখে সবসময় কালো চশমা ব্যবহার করা।
* যদি মনে হয় যে আপনার শিশু এই ভাইরাসজনিত প্রদাহ সংক্রান্ত সংক্রমণযোগ্য রোগে আক্রান্ত হয়েছে, তাহলে তাকে বাসায় রাখুন। তার শিক্ষক বা শিক্ষিকা এবং অন্যান্য শিশুদের বাবা-মা সেক্ষেত্রে উপকৃত হবেন।
* নিজের চোখ স্পর্শ করে অন্যদেরকে সেই হাত দিয়ে ছুবেন না, কেননা এই রোগ সংক্রমণযোগ্য।
* আপনার বা আপনার সাথে বসবাসরত কারোর যদি এই রোগ থাকে তাহলে আপনাদের হাত কিছুক্ষণ পরপর ধুয়ে ফেলুন।

কখন ডাক্তার দেখাবেন :
* যদি মনে করেন যে প্রদাহ আপনার দৃষ্টিশক্তিকেও প্রভাবিত করছে, কিংবা তীব্র ব্যথা বা অতিরিক্ত তরল পদার্থ নির্গমনের সূচণা করে সেক্ষেত্রে।
* নিজে নিজে একসপ্তাহ যাবৎ পরিচর্যা করার পরও যদি প্রদাহ দিন দিন খারাপ হতে থাকে, সেক্ষেত্রে বুঝতে হবে এটা ভাইরাস বা ব্যাকটেরিয়া বাহিত প্রদাহ এবং সে ক্ষেত্রে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেয়া।
* আপনি যদি প্রায়ই এই রোগে আক্রান্ত হন।


মনে রাখবেন চোখ আমাদের অমূল্যে সম্পদ। চোখ নিয়ে সামান্য হেলাফেলা বা অসাবধানতা বয়ে আনতে পারে সারাজীবনের দু:খ। তাই চোখের যত্ন নেয়া সচেতন নাগরিক হিসাবে আমাদের একান্ত কর্তব্য।

ليست هناك تعليقات:

إرسال تعليق