الأحد، 26 ديسمبر 2010

সাত মাসেই অন্যকে বুঝতে শেখে শিশু

মানবশিশুর বুদ্ধির বিকাশ কখন থেকে শুরু হয়? সেটা হতে পারে ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই। প্রথমে যে মানুষটিকে সে চিনে নেয়, সে হলো তার মা। চেনার এ ব্যাপারটির সঙ্গে বুদ্ধিবৃত্তির বিকাশ প্রক্রিয়ার অবশ্যই সম্পর্ক রয়েছে। মায়ের যে ব্যাপারটি শিশুর সদ্য ফুটতে থাকা বুদ্ধির মূলে ধরা দেয়, সেটি হলো মায়ের স্নেহ। এরপর আসে বাবা-ভাই-বোনসহ অন্যান্য নিকটাত্মীয়। এদের সবাইকে দেখে শিশু খুশি হয়, তার কান্না থেমে যায়, মনের ভেতর আসে স্বস্তির পরশ। আরেকটু বড় হলে সে পরিচিত হতে থাকে মা-বাবার রাগ বা বিরক্তির সঙ্গেও। এভাবে একটির পর একটি অভিজ্ঞতা সঞ্চিত হয় তার মস্তিষ্কে। আর যখন বয়স হয় ৭ মাস, তখন শিশু অন্যের মতামত বুঝতে শুরু করে। এর মানে হলো—শিশুর বুদ্ধি তৈরি হয়ে যায় বাইরের জগতের সঙ্গে পরিচিত হওয়ার জন্য। নিজের মতের সঙ্গে অন্যের মতের পার্থক্য বা মিলের ব্যাপারটিও তার মনে দানা বেঁধে উঠতে শুরু করে। সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে এমন তথ্য। সূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন



এর আগে মনে করা হতো অন্যের মতামত বোঝার ক্ষমতা শিশুর বয়স চার বছর হওয়ার আগে হয় না। কিন্তু বর্তমান গবেষণায় বলা হয়েছে—শিশু যখন ১৫ মাসের হয়, তখন সে তার চারপাশের দৃশ্য এবং ঘটনা নিয়ে অন্যের দৃষ্টিভঙ্গির মিল বা পার্থক্য সম্পর্কে পুরোপুরি সচেতন হয়ে ওঠে। অর্থাত্ একই ঘটনা বা দৃশ্য তার কাছে ভালো বা খারাপ লাগলেই যে অন্যের কাছেও সেরকম মনে হবে, এটা বোঝার মতো বুদ্ধি তার হয়ে যায়।


হাঙ্গেরিয়ান একাডেমি অব সায়েন্সেস ইনস্টিটিউট ফর সাইকোলজির প্রধান গবেষক অ্যাগনেস মেলিন্ডা কোভাকস বলেন, ‘আন্তঃসামাজিক যোগাযোগের সময় অন্যের মনের ভেতর ঢোকার ব্যাপারটা খুবই জরুরি এক ব্যাপার। মানুষকে ঠিকমত বুঝতে না পারলে আপনি সব ক্ষেত্রেই ভুল করতে পারেন। আমাদের এই গবেষণালব্ধ তথ্য কাজে লাগিয়ে হয়তো মনোযোগাযোগের ক্ষেত্রে আরও সাফল্য অর্জনের নতুন কোনো সূত্র খুঁজে পাওয়া যেতে পারে।’


আগের ধারণার ্বয়সের সঙ্গে বর্তমানের বয়সের এতটা পার্থক্য সম্পর্কে মেলিন্ডা বলেন, ‘আগে হয়তো এতটা গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়নি। হয়তো কোনো বিশেষ দিক চোখ বা মনোযোগ এড়িয়ে গেছে। তবে আমরা যা জেনেছি, আরও নিবিড় পর্যবেক্ষণে হয়তো নতুন কিছু সংযোজন করতে পারে।’

ليست هناك تعليقات:

إرسال تعليق